About Us

বই বিনিময় ডট কম দেশের সর্বপ্রথম এবং একমাত্র বুক শেয়ারিং সাইট যা ২০২০ সালের ১০ ডিসেম্বর যাত্রা শুরু করে।

বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ভাষাভাষীর মানুষের জন্য বিভিন্ন বুক শেয়ারিং সাইট (যেমন: Booksfreeswap, Bookmooch, Bookcrossing, Paperbackswap ইত্যাদি) থাকলেও বাংলা ভাষাভাষী মানুষের জন্য দেশের প্রথম বুক শেয়ারিং সাইট হিসেবে বই বিনিময় ডট কম আত্মপ্রকাশ করে।

boi binimoy dot com is exceptional

কেন বইবিনিময়.কম?

দেশের বইপাঠকদের একটা বড় অংশই স্কুল বা কলেজের ছাত্র।একজন সাধারণ মদ্ধবিত্ত ঘরের ছেলে বা মেয়ে মাসে কত টাকা পকেট মানি জমাতে পারে? ১০০?২০০? বা খুব বেশি হলে ৫০০? সেই ছাত্রটা যদি বইপড়ুয়া হয়ে থাকে মাসে ১০০ টাকা দিয়ে কয়টা বই কিনতে পারে? বা আদও কি কিনতে পারে?অপরদিকে দেশের অধিকাংশ বাবা-মারই সন্তানকে বই কেনার জন্য হাজার হাজার টাকা দেয়ার সামর্থ থাকে না বা সেই মনমানসিকতা থাকে না। তাই তো তাদের কথা বিবেচনা করেই আমাদের পথচলা…।

boi binimoy - lend book

বই বিনিময় ডট কমের প্রধাণ লক্ষ্য ও উদ্দেশ্য হলো সকলের জন্য বই সহজলভ্য করা এবং হাতের নাগালে তার প্রয়োজনীয় বইটি পৌঁছে দেওয়া।
এর মাধ্যমে বইপাঠকরা যেমন নামমাত্র মূল্যে বইটি ধার নিতে পারছে, তেমনি বইবন্ধুরাও নিজের বুকশেলফে অবহেলায় পড়ে থাকা ধুলো জমা বইগুলো অন্যকে পড়তে দেয়ার সুযোগ পাচ্ছে,তাও আবার পুরোপুরি দান না করেই।

এদিক দিয়ে বিবেচনা করলে বিশ্বে এধরনের সাইট হিসেবে বই বিনিময় ডট কম-ই প্রথম।
কেননা পৃথিবীর অন্যান্য বুক শেয়ারিং সাইটের কোনটিতেই বই ধার দেওয়ার সিস্টেম নেই,সেখানে পাঠককে বই পুরোপুরি দান করে দিতে হয়।

এর পাশাপাশি বইয়ের অপচয় রোধ করার মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, বইপাঠে উদ্বুদ্ধ করা এবং সর্বোপরী একটি বইময় বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে বই বিনিময় ডট কম।

rokomari

রকমারি.কম, বইবাজার.কম, প্রথমা.কম সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠান মানুষের হাতের নাগালে বই পৌঁছে দেওয়ার পথকে আগে থেকেই বেশ প্রশস্ত করে রেখেছে। তবে এক্ষেত্রে প্রধাণ বাঁধা হয়ে দাড়িয়েছে অর্থনৈতিক সংকট। বাংলাদেশের কোন বাবা-মায়েরই সন্তানকে বই কেনার জন্য হাজার হাজার টাকা দেয়ার সামর্থ্য থাকে না বা সেই মন-মানসিকতা থাকে না। আর ই-বুক কেনা তো স্বপ্নের চেয়েও বেশি কিছু।
যার ফলপ্রসূতে একদল বইপ্রেমী একপ্রকার বাধ্য হয়ে মোবাইল এ পিডিএফ পড়ে চোখের ক্ষতি করছে, আরেকদল ধীরে ধীরে বইপড়ার স্বর্গীয় নেশাকে হারিয়ে ফেলছে।

এর একমাত্র সমাধান বিনামূল্যে বা স্বল্পমূল্যে সবার হাতে বই পৌঁছে দেয়া। এর উৎকৃষ্ট সমাধান হতে পারতো এলাকার পাবলিক লাইব্রেরী। তবে বাংলাদেশের হাতেগোণা কয়েকটি এলাকায় পাবলিক লাইব্রেরীর উপস্থিতি দেখা যায়, যা একেবারে নেই বললেই চলে।
তবে এখানে একটি কথা রয়েছে যেটি আমরা সবসময়ই বলি। একটি এলাকার লাইব্রেরীতে যত বই থাকে, তার চেয়ে অনেক বেশি সংখ্যক বই থাকে এলাকার বাসাবাড়িগুলোতে! এটি কোন অনুমান নয়, শতভাগ সত্যি। তা যে কেউ চোখ-কান খোলা রাখলেই বুঝতে পারবে।

boi binimoy dot com - library icon

প্রতিটি এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা বইগুলোই আসলে একেকটি ভ্রামাণ্য লাইব্রেরী। দরকার কেবল সেগুলোকে সংগঠিত করে একটি প্লাটফর্মে আনা। বই বিনিময় ডট কম কেবল সেই কাজটুকুই করছে, এর চেয়ে বেশিকিছু নয়।
বই বিনিময় ডট কম বর্তমানে সম্পূর্ণ ঢাকা শহর জুড়ে কার্যক্রম চালাচ্ছে। অদূর ভবিষ্যতে আরো অধিক বইপ্রেমী এগিয়ে আসলে গোটা বাংলাদেশ জুড়ে এর কার্যক্রম ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ।

একটি আবেদন

donation

যদিও আমাদের ওয়েবসাইটে আপনি খুবই স্বল্পমূল্যে বা নামমাত্র মূল্যে বই ধার নিতে পারছেন, তারপরো আপনার নিকট আমাদের অনুরোধ রইলো, আমাদের কাজকে আরো এগিয়ে নিয়ে যেতে আপনি আমাদের বিকাশ নম্বর (017xxxxxxxx) এ ৫০/১০০ টাকা যতটুকু পারেন অনুদান করতে। কেননা এই প্লাটফর্মটি বর্তমানে সম্পূর্ণ রয়েলটি বিহীন একটি প্লাটফর্ম। কিন্তু তারপরো ওয়েবসাইট রক্ষনাবেক্ষণ, কারিগরি খরচ এবং ডেলিভারি চার্জে ভর্তুকি দেওয়াসহ নানা খাতে আমাদের খরচ বহন করতে হয়। তাই সকলের হাতে বই পৌঁছে দেওয়ার এই প্রচেষ্টায় আপনাকেও আমরা অংশীদার হিসেবে দেখতে চাই।

SHOPPING CART

close