কী, কেন ও কীভাবে?




আপনার অর্থ আমাদের কাছে আমানত। এর সর্বোচ্চ দেখভাল করা আমাদের দায়িত্ব। তবুও ওয়ালেট সংক্রান্ত যেকোন সমস্যায় কিংবা কোন কারনে আমাদের উপর বিশ্বাস না রাখতে পারলে থাকছে ১০০% মানি ব্যক গ্যারান্টি।


কীভাবে ওয়ালেট থেকে পে করবেন?
আমাদের ওয়ালেট থেকে আপনি বইবিনিময় এর অর্ডারসহ যেকোন প্রকার পেমেন্ট পে করা যাবে।
আপনি যখন কোন অর্ডার প্লেস করবেন এবং আপনার ওয়ালেটে যদি ব্যালান্স থেকে থাকে, তাহলে আপনার ওয়ালেট থেকে অটোমেটিক অর্ডার এমাউন্ট ডিডাক্ট হয়ে যাবে।আর যদি অর্ডারের পরিমাণ ওয়ালেটে থাকা ব্যালেন্সের চেয়ে বেশি হয়, তাহলে বাড়তি টাকা আপনি ক্যাশ অন ডেলিভারী বা বিকাশে দিতে পারবেন।
এছাড়াও অর্ডারের মেয়াদ বাড়ানোর বাড়তি চার্জ, ডোনেশন, টিপসসহ অন্য যেকোন কিছু ওয়ালেট থেকে চাইলে পে করতে পারবেন।
“কিন্তু আমার ওয়ালেটে ব্যালান্স থাকলেও আমি ক্যাশ বা বিকাশেই পেমেন্ট করতে চাচ্ছি, তাহলে?”
জ্বি, সেটিও পারবেন, কোন সমস্যা নেই। পেমেন্ট মেথডে আপনি ক্যাশ অন ডেলিভারী বা বিকাশ সিলেক্ট করে দিলেই আপনার ওয়ালেট থেকে আর আমরা ব্যালান্স কাটবো না।
ওয়ালেট সংক্রান্ত কোন জিজ্ঞাসা/কনফিউশন এখনো থাকলে আমাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করে জানাতে পারো।