Donate

বইবিনিময়.কম বর্তমানে একটি স্বেচ্ছাসেবী কোম্পানি। তাই আমাদের সব মেম্বাররা বর্তমানে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে বই কে আরও সহজলভ্য, বাজেট ফ্রেন্ডলি করতে এবং মানুষের হাতের নাগালে বই পৌঁছে দিতে। কিন্তু তারপরও ওয়েবসাইট রক্ষনাবেক্ষণ, কারিগরি খরচ এবং ডেলিভারি চার্জে ভর্তুকি দেওয়াসহ নানা খাতে আমাদের খরচ বহন করতে হয়। তাই সকলের হাতে বই পৌঁছে দিয়ে বইময় বাংলাদেশ গঠনের এই প্রচেষ্টায় আপনাকেও আমরা অংশীদার হিসেবে দেখতে চাই।

donation

আপনি চাইলে আমাদেরকে বই পুরোপুরি ডোনেট করেও আমাদের এই কাজকে সহায়তা করতে পারেন আবার আর্থিকভাবেও সহায়তা করতে পারেন।

বই পুরোপুরি ডোনেট করতে চাইলে ডেস্কটপ/ল্যাপটপ -এ নেভিগেশন বার বা টপ বারের বই ধার দিন অপ্শনে গিয়ে পুরোপুরি ডোনেট করতে পারেন। সেক্ষেত্রে বই ধার দিন পেইজে গিয়ে ‘কত দিনের জন্য বই দিতে চান’ অপশন্টিতে ‘পুরোপুরি ডোনেট করতে চাই’ সিলেক্ট করতে হবে এবং বইগুলোর নাম ও লেখকের নাম লিখে জমা দিতে হবে।
মোবাইলে এই বই ধার দিন অপশনটি পাবেন উপরে বাম পাশে তিনটি দাগের আইকনের উপর ক্লিক করলে।

আর সবার মাঝে বই ছড়িয়ে দেওয়ার এই প্রচেষ্টায় আর্থিকভাবে সহায়তা করতে চাইলে এই ‘01307768451’ নাম্বারে বিকাশের ‘Send Money’ অপশন থেকে আপনার সাধ্যমত পাঠিয়ে দিবেন। তবে সেক্ষেত্রে Reference এর জায়গায় অবশ্যই ‘Donation’ লিখতে হবে। আমরা যত দ্রুত সম্ভব আপনার সাথে যোগাযোগ করব।
অথবা আপনি Contact Us অপশন থেকে প্রথমে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন এই বিষয়ে।

SHOPPING CART

close