রমজান উপলক্ষ্যে গল্প লেখা প্রতিযোগিতা ২০২১

রমজান মানে কারো কাছে ‘নিজের মাঝে লুকিয়ে থাকা “ভাল মানুষটা” কে আবারো জাগিয়ে তোলা’ আর কারো কাছে ‘স্রেফ পেট ভরে ইফতার খাওয়া।’ আবার একই রমজান মানে কারো কাছে ‘সকাল থেকে সন্ধ্যা বিনা দানা-দানিতে হাড় ভাঙ্গা খাটুনি’ আর কারো কাছে ‘সারাদিন বাশি বাজিয়ে, গাড়ি সামলিয়ে, সন্ধ্যায় রাস্তার ধারে একা একা ইফতার করা।’
রমজান মাস! কত আনন্দ-বেদনা, সুখ-দুঃখ, ভাল লাগা – খারাপ লাগা কত কিছুরই না জন্ম দেয়।
প্রতিটা অনুভূতির পিছনে থাকে একটা করে গল্প।
তুমিও লিখে ফেলো রমজান মাস বা সিয়াম সাধনা নিয়ে এক টুকরো, যে গল্প হয়তো বিবেককে নাড়া দেবে আরেকবার, মাথা চাড়া উঠতে চাইবে নিজের মাঝে লুকিয়ে থাকা “ভাল মানুষিকতা” টা।
 
প্রতিযোগিতায় অংশগ্রহণের শর্তঃ
১)গল্প সর্বোচ্চ ৭০০ শব্দের মাঝে হতে হবে।
 
২)”বইয়ের শহর” গ্রুপে গল্পটি পোস্ট করতে হবে। পোস্টে #ramjaner_golpo ট্যাগটি ব্যবহার করতে হবে।
(গ্রুপের লিংকঃ https://www.facebook.com/groups/2507883189288672)।
 
৩)একজন সর্বোচ্চ একটিই গল্প পোস্ট করতে পারবে।
 
৪) গল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ এমন ছবি পোস্টে ইচ্ছা করলে সংযুক্ত করা যাবে।

৫)গল্প পাবলিশড হওয়ার পর পোস্টের লিংক Boibinimoy.com – বইবিনিময়.কম পেইজে ইনবক্স করতে হবে।

৬) এবং সবশেষে একটি গুরুত্বপূর্ণ অংশ। পোস্ট পাবলিশ হওয়ার পর কমেন্টে নিচের টেক্সটি পেস্ট করতে হবে।
“[ ১-৯% মূল্যে বই অর্ডার করতে এখনই ভিজিট করুন boibinimoy.com.

বিস্তারিত জানতে যোগাযোগ করুন boibinimoy এর ফেসবুক পেইজেঃBoibinimoy.com – বইবিনিময়.কম“]

৭)গল্প পোস্ট করার শেষ সময় ১০ই মে ,২০২১. (২৭ রমজান)
 
৮)বিজয়ী নির্বাচনে বইয়ের শহর ও বইবিনিময়.কম এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে ঘোষণা হবে।
 
বিজয়ী প্রত্যেকে পাবে আরিফ আজাদ ভাইয়ের বেস্টসেলার বই ‘জীবন যেখানে যেমন’।
“কিন্তু বইটি তো আমি পড়েছি এবং আমার কাছে আছে। আমি আবার এটি পুরষ্কার নিয়ে কি করবো?”
যারা বইটি ইতিমদ্ধ্যে পড়েছেন বা সংগ্রহে আছে, তাদেরকে দেওয়া হবে ২০০ টাকার রকমারি গিফট ভাউচার।
 
আপাতত ৩ জন বিজয়ী ঘোষণা করার ইচ্ছা আছে। তবে মানসম্পন্ন গল্প বেশি সংখ্যক জমা পড়লে ৫ জন পর্যন্ত বিজয়ী ঘোষণা করা হবে।
তাহলে আর দেরি কেন? ঝটপট লিখে ফেলো রমজান মাস নিয়ে তোমার ভুবনের গল্প…

SHOPPING CART

close